ফুলবাড়ীতে ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
দিনাজপুরের ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের দাবিতে পৌরসভার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নারী-পুরুষ।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে পৌর কাউন্সিলর মোতাহার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাক আহম্মেদ অর্থের জন্য গ্রামের সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করে গ্রেপ্তার-বাণিজ্য শুরু করেছে। এতে গ্রামের ৯০ শতাংশ লোক আতঙ্কে গ্রাম ছেড়েছেন। অবিলম্বে ওসি মো. মোস্তাক আহম্মেদের প্রত্যাহার ও অপসারণের দাবি জানাচ্ছি।