ঘোড়াঘাটে জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কলেজছাত্রের বাবা ও ভাই। আজ বুধবার সকাল ১০টায় উপজেলার পালশা ইউনিয়নের দামপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম (২০) ঘোড়াঘাট ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। আরিফুলের বাবা আহত বাবলু মিয়া (৪৬) ও তাঁর ভাই মাসুদকে (২৬) মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, চার বছর ধরে এক বিঘা জমি নিয়ে বাবলু মিয়ার সাথে তাঁর চাচাতো ভাই ছামাদ আলী ও শাহজাহানের বিবাদ চলছিল।
সকাল ১০টায় বাবলু মিয়া তাঁর দুই ছেলে মাসুদ ও আরিফুলকে নিয়ে ওই জমিতে হালচাষ করতে যান। এ সময় প্রতিপক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়।
এতে বাবলু মিয়া, আরিফুল ইসলাম ও মাসুদ গুরুতর আহত হলে প্রতিবেশীরা তাঁদের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।