জর্ডান থেকে মেয়ের কান্না বন্ধ হয়নি
চার মাসেও সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা গ্রামের মেয়ে রেহানা পারভীনকে জর্ডান থেকে উদ্ধার করা যায়নি। মুঠোফোনে রেহানা তাঁর বাবা ফজর আলীর কাছে বার বার দেশে ফিরিয়ে আনার আকুতি জানাচ্ছেন আর কান্নাকাটি করছেন।
রেহানাকে পাচার করার অভিযোগে ফজর আলী গত ২৫ মে সাতক্ষীরায় মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে আবদুর রহিম ও রহমত নামের দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। অর্থের লোভ দেখিয়ে গত মার্চ মাসে রেহানাকে জর্ডানে পাচার করে দেওয়ার অভিযোগ করেছেন ফজর আলী।
ফজর আলী এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রেহানা জর্ডান থেকে আমার কাছে ফোন করে। রেহানা কাঁদছে আর কেবলই দেশে ফিরে আসতে চাইছে।’ ইচ্ছে থাকলেও রেহানাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না বলেও তিনি জানান।
ফজর আলী বলেন, ‘রেহানা কেবলই বলছে কবে নিয়ে যাবা আমারে? এখানে বেশিদিন বাঁচব না আমি।’ রেহানাকে বিভিন্ন ভাবে নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
চার মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো বাবার কাছে ফোন করেছেন রেহানা। প্রতিবন্ধী এক ছেলে ও এক মেয়ে কেবলই মায়ের জন্য কাঁদছে।
ফজর আলী বলেন, ‘গতকাল মঙ্গলবার কৌশলে রেহানা বলেছে, আমার সামনে একজন বাঙালি দাঁড়িয়ে আছে। ভালো নেই বললেই আমার ওপর নির্যাতন চালাবে। আমাকে ওরা আগের জায়গা থেকে অন্য এক জায়গায় নিয়া গেছে। সেখানেও একইভাবে নির্যাতন করা হচ্ছে। সরকারকে বলে পারলে আমারে বাঁচাও আব্বা। আমার শরীর আর পারছে না।’
ফজর আলীর ভাষ্যমতে, তাঁর মেয়ে রেহানা পারভীনকে কাতারে ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখান আবদুর রহিম। এ জন্য জমি বন্ধক রেখে ৭০ হাজার টাকাও দিতে হয় তাঁকে। গত মার্চে দেশ ছাড়ার পর দীর্ঘদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর গত মে মাসে মেয়ে রেহানা ফোনে তাঁকে জানান, রহিম তাঁকে (রেহানা) জর্ডানের একটি যৌনপল্লীতে বিক্রি করে দিয়েছে। বাংলাদেশে ফিরে আসার জন্য রেহেনা কেবলই কাঁদছে।
মামলা দায়ের হলেও এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
রেহানাকে নিয়ে গত ৯ জুলাই এনটিভি অনলাইনে ‘জর্ডান থেকে মেয়ের কান্না, আব্বা আমাকে বাঁচান’ শীর্ষক একটি খবর প্রকাশিত হয়। ওই দিনই বিষয়টি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নজরে আসে। প্রতিমন্ত্রীর নির্দেশে মন্ত্রণালয় থেকে এনটিভির সাতক্ষীরা প্রতিনিধির সাথে যোগাযোগ করে আরো বিস্তারিত তথ্য নেওয়া হয়। রেহানাকে উদ্ধারের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।