আব্বা আমাকে বাঁচাও
রেহানাকে উদ্ধারের উদ্যোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের
মানব পাচারকারীদের খপ্পরে পড়ে জর্ডানে আটক সাতক্ষীরার রেহেনা পারভীনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে বিষয়টি নিয়ে ঢাকা থেকে জর্ডানের বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করা হয়েছে। রেহেনার অবস্থান নিশ্চিত করে তাঁকে উদ্ধার করার যাবতীয় প্রক্রিয়া চলছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
গতকাল বুধবার এনটিভি অনলাইনে প্রকাশিত ‘জর্ডান থেকে মেয়ের কান্না, আব্বা আমাকে বাঁচান’ শীর্ষক খবর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নজরে আসে। তিনি বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিক খোঁজ নেওয়ার নির্দেশ দেন। এনটিভির সাতক্ষীরা প্রতিনিধির সাথে যোগাযোগ করে আরো বিস্তারিত খোঁজ-খবর নিয়ে জর্ডানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে কথা বলারও নির্দেশ দেন তিনি।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের এই নির্দেশের পর পরই তাঁর একান্ত সহকারী মো. নাহিদ ইসলাম এনটিভির সাতক্ষীরা প্রতিনিধির সঙ্গে কথা বলেন। তিনি রেহানার বাবা ফজর আলীর সাথেও কথা বলে বিস্তারিত তথ্য নেন। এ সময় রেহানার ছবি, তাঁর ভিসার কপি ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, যে নম্বর থেকে ফোন করে রেহানা সেই নম্বরটিও মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকালই খবরটি আমার নজরে এসেছে। তারপর আমি খোঁজ নিতে বলেছি। রেহানার বাবা ফজর আলী কাগজপত্র পাঠিয়েছে। এখন আমরা বিষয়টি নিয়ে আরো খোঁজ-খবর করব।’
শাহরিয়ার আলম আরো বলেন, ‘রেহানা সেখানে মানসিক না অন্য কী ধরনের সমস্যায় আছেন তা আমাদের খুঁজে বের করতে হবে। যে ফোন নম্বর থেকে রেহানা ফোন করে সে নম্বরটা সংগ্রহ করতে বলেছি।’ রেহানাকে উদ্ধারের ব্যাপারে মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তিনি।
(সংশোধনী: গতকাল বৃহস্পতিবার এনটিভি অনলাইনে প্রকাশিত ‘জর্ডান থেকে মেয়ের কান্না, আব্বা আমাকে বাঁচান’ শীর্ষক প্রতিবেদনে রেহানা পারভীনের নাম রেহানা খাতুন প্রকাশিত হয়েছে। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা দুঃখিত।)