হাজিরা দিতে গিয়ে বাস উল্টে আহত ১০ আসামি
ঝিনাইদহে বাস উল্টে হত্যা মামলার ১০ আসামি আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ সার্কিট হাউস রোডে এ দুর্ঘটনা ঘটে।
আহত আসামিদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে গোলাম রব্বানী সরদার (৮০), মহির উদ্দিন (৬৪), শহিদুল ইসলামের (৬০) অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত বাকিদের নাম জানা যায়নি। তাঁদের সবার বাড়ি হরিণাকুণ্ডু উপজেলায়।
আহত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৩ সালে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদে পুলিশ কনস্টেবল গাজী ওমর ফারুক হত্যা মামলার ৪২ আসামি হাজিরা দিতে বাসে করে খুলনায় যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ শহরের সার্কিট হাউস রোডে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিয়ে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে কমপক্ষে ১০ আসামি আহত হন।
এ বিষয়ে জানতে চাইলে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম শওকত হোসেন জানান, তিনি দুর্ঘটনার বিষয়টি জানেন না।