সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণের দাবি আইনজীবী সমিতির
রোহিঙ্গাদের জন্য দেশ-বিদেশ থেকে আসা ত্রাণ সেনাবাহিনীর মাধ্যমে সুশৃঙ্খলভাবে ও সমহারে বণ্টনের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
আজ রোববার সমিতির মিলনায়তনে এক ব্রিফিংয়ে সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন লিখিত বক্তব্যে এ দাবি জানান।
একইসঙ্গে রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রমও সেনাবাহিনির মাধ্যমে পরিচালনা করার দাবি জানান জয়নুল আবেদিন।
অ্যাডভোকেট জয়নুল বলেন, নারী, শিশু, বৃদ্ধ রোহিঙ্গারা সবার সঙ্গে প্রতিযোগিতা করে ত্রাণ নিতে গিয়ে আহত হচ্ছে। রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তারা যাতে সারা দেশে ছড়িয়ে না যায়, সেজন্য দ্রুত নিবন্ধন কার্যক্রম শেষ করারও তাগিদ দেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য সেনা মোতায়েনের আহ্বান জানান।