ছাত্রীকে নিয়ে ‘পলাতক’ মাদ্রাসা শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবি

নেত্রকোনার দুর্গাপুরে ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে মাদ্রাসার এক প্রভাষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচী পালন করা হয়।
জানা গেছে, উপজেলার চণ্ডিঘর ইউনিয়নের ফুলপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মো. ওমর ফারুক একই প্রতিষ্ঠানের আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রীকে নিয়ে গত ৭ আগস্ট পালিয়ে যান।
স্থানীয় লোকজন জানায়, ওমর ফারুকেরর ঘরে আরো দুই স্ত্রী রয়েছে। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ হয়ে ওঠে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী। ঘটনার পর থেকে মাদ্রাসা থেকে ওই শিক্ষকের বহিষ্কারের দাবিতে আন্দোলনে নামে তারা। প্রায় প্রতিদিনই মিছিল সমাবেশ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে সাময়িক বরখাস্ত করা হয় ওই শিক্ষককে।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন অভিভাবকদের প্রতিনিধি মো. হযরত আলী, সফিউল হক, সাইদুল ইসলাম, মাসুদ আলম, আল মামুন, মেহেদী হাসান, আল সাজেদ, আবদুল্লা আল মামুন, অলি উল্লাহ, সাব্বির আহাম্মদ।
বক্তারা বলেন, শিক্ষককে যে পর্যন্ত মাদ্রাসা থেকে স্থায়ী অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত সন্তানদের মাদ্রাসায় আসতে দেওয়া হবে না। প্রভাষক মো. ওমর ফারুককে স্থায়ী অপসারণের জন্য প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছেন অভিভাবকরা।
ওমর ফারুককে স্থায়ী বহিষ্কারের দাবিতে এর আগে গত ১২ সেপ্টেম্বর মাদ্রাসায় তালা লাগিয়ে দেয় এলাকাবাসী।