বিএনপির তিন নেতাকে কুপিয়ে ‘তিন লাখ টাকা ছিনতাই’
মাগুরা শ্রীপুরে বিএনপির তিন নেতাকে কুপিয়ে আহত করে নগদ তিন লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে শ্রীপুর থানা সংলগ্ন মৎস্য আড়তে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শ্রীপুর থানা বিএনপির সাবেক য্গ্মু আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য খন্দকার খলিলুর রহমান, শ্রীপুর ইউনিয়ন যুবদল সভাপতি জহুরুল লস্কর এবং থানা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক ও সাবেক মেম্বার আওরঙ্গদেব রনি। তাঁদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগের ‘মশিয়ার বাহিনীর’ সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
আহত খলিলুর রহমান অভিযোগ করেন, শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মশিয়ার রহমানের নির্দেশে তাঁর বাহিনীর সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে; রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তিনজনের কাছে থাকা তিন লক্ষাধিক নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। থানার সামনে ঘটনা ঘটলেও পুলিশ কোনো ভূমিকা নেয়নি।
খবর পেয়ে আহত নেতাদের দেখতে হাসপাতালে যান বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মাগুরা জেলা বিএনপির সভাপতি কবির মুরাদ। তিনি অভিযোগ করেন, শুধু বিএনপি করার কারণেই আওয়ামী লীগের মশিয়ার বাহিনী তাঁদের ওপর হামলা চালিয়েছে। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে তারা এখনো কাউকে আটক করেনি।
জেলা ছাত্রলীগের সদ্যবিদায়ী সহসভাপতি শ্রীপুরের যুবলীগ নেতা হাসানুজ্জামান হান্নান জানান, মশিয়ার বাহিনীর হাতে আওয়ামী লীগের নেতা নজির মোল্ল্যা, মজিবর শেখসহ অসংখ্য নেতাকর্মী মারধর খেয়ে পঙ্গু। শ্রীপুরে অনেকের বাড়িঘর দখল করার পাশাপাশি মাদকের আশ্রয়দাতা হিসেবে এ বাহিনী পরিচিত।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রেজাউল ইসলাম রেজা জানান, পুলিশ দোষীদের গ্রেপ্তারে তৎপর রয়েছে।
আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিয়ার রহমান তাঁর বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিএনপির দলীয় কোন্দলে কে কাকে মারধর করেছে জানি না। তবে আওয়ামী লীগের কোনো লোক জড়িত নেই।’