নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
নীলফামারীর জলঢাকা উপজেলায় বাড়িতে নতুন ঘরের চাল ওঠাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাছির উদ্দিন (১৫) নামে এক কিশোর মারা গেছে। নাছির উপজেলার পূর্ব খুটামারা গ্রামের নমির উদ্দিনের ছেলে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, নতুন ঘরের চাল দিতে টিন ওঠানোর সময় তা বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই নাছির মারা যায়।
খবর পেয়ে পুলিশ নাছিরের মৃতদেহ উদ্ধার করলেও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয় বলে এনটিভি অনলাইনকে জানান জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইনাম।