ভৈরবে উদযাপিত হচ্ছে মহাষষ্ঠী

শ্রীশ্রী দুর্গাদেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী উদযাপিত হচ্ছে। দেবীর পাদদেশে আরাধনাসহ প্রজ্বালন করা হয় মঙ্গলপ্রদীপ। মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে আরতি।
গতকাল সোমবার রাত থেকে কোনো কোনো লগ্ন শুরু হওয়ায় পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে আজ মঙ্গলবার অধিকাংশ মন্দিরে পূজা শুরু হয়েছে।
পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রশাসনের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে। এতে নির্বিঘ্নে পূজার কার্যক্রম পালন করা হচ্ছে। সাধ্যানুযায়ী বিদ্যুতের নিশ্চয়তা দিচ্ছে স্থানীয় পিডিবি কর্তৃপক্ষ। তবে বিকল্প হিসেবে প্রতিটি মণ্ডপের পক্ষ থেকে নিজস্ব জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে।
সনাতন হিন্দু শাস্ত্রমতে, জগতের সব অশুভ ও অমঙ্গল ধ্বংস করে শান্তি ও মঙ্গল দান করতে দুর্গাদেবীর এবার আগমন ঘটেছে নৌকায় করে। পরে তিনি চলে যাবেন ঘোড়ায় চড়ে।