Beta

নেত্রকোনায় ৪৬৫ মণ্ডপে দুর্গাপূজা শুরু

২৬ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪২

শ্রীশ্রী দুর্গাদেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে নেত্রকোনায় শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী উদযাপিত হচ্ছে। মণ্ডপে মণ্ডপে চলছে ঢাকের বাজনা।

আজ মঙ্গলবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে নেত্রকোনার ৪৫৬টি মণ্ডপে এ পূজা শুরু হয়।

নেত্রকোনা পূজা উদযাপন কমিটির তথ্যমতে, এ বছর জেলা শহরসহ ১০টি উপজেলায় ৪৫৬টি মণ্ডপ ও মন্দিরে পাঁচ দিনব্যাপী পূজা উদযাপিত হবে। এ উপলক্ষে প্রশাসন থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। আগামী ৩০ সেপ্টেম্বর রাতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।

Advertisement