কৃষক হত্যায় তিন সহোদরসহ চারজনের মৃত্যুদণ্ড
হবিগঞ্জের চুনারুঘাটে এক কৃষককে বালিশ চাপা দিয়ে হত্যা মামলায় তিন সহোদরসহ চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আফরোজা পারভীন এই দণ্ডাদেশ দেন।
হত্যামামলায় সাজা পাওয়া আসামিরা হলেন, চুনারুঘাট উপজেলার শিরিকান্দি গ্রামের ওয়াহাব আলীর তিন ছেলে আরজু মিয়া, তৈয়ব আলী ও সফর উদ্দিন এবং আসামি তৈয়ব আলীর ছেলে রফিকুল ইসলাম।
মামলার নথি থেকে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১৩ সালের ৫ অক্টোবর আসামিরা একই গ্রামের কৃষক ফুল মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের এক বাড়িতে বালিশচাপা দিয়ে হত্যা করে। পরে নিহতের মরদেহ পাশের একটি বেগুনের ক্ষেতে ফেলে দেয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই আবদুল মান্নান বাদী হয়ে চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।