রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস পালিত
‘টেকসই পর্যটন উন্নয়নের হাতিয়ার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। আজ বুধবার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে দিনটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্যটন বিভাগের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য অমিত চাকমা রাজু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মনোয়ারা আক্তার জাহান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পর্যটন করপোরেশনের কর্মকর্তা জালাল উদ্দিন মোহাম্মদ আকবর। এ সময় স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, পর্যটনশিল্পের বিকাশে দেশের মানুষকে আরো আকৃষ্ট করতে পারলেই সফলতা আসবে। পার্বত্য চট্টগ্রাম পর্যটন খাত উন্নয়নের জন্য পৌনে এক হাজার ২০০ কোটি টাকার প্রকল্প পার্বত্য মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে।
বৃষকেতু চাকমা আরো বলেন, মেগা প্রকল্পের আওতায় ফিশারি বাঁধকে আরো সুন্দর ও পর্যটন স্থান করার লক্ষ্যে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে রাঙামাটি পর্যটনশিল্পে বিপ্লব নিয়ে আসবে এই আশাবাদ জানান জেলা পরিষদ চেয়ারম্যান।
আলোচনা সভার আগে শহরের রিজার্ভ বাজার শহীদ মিনার থেকে মোটরর্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে এসে শেষ হয়।