অ্যাটকো সভাপতির মুক্তি দাবি ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/15/photo-1423988141.jpg)
অ্যাটকোর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। ফাইল ছবি
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তি দাবি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ।
গতকাল শনিবার এক বিবৃতিতে পরিষদের সভাপতি ড. মোহাম্মদ তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক মো. আব্দুস শহিদ মিয়া বলেন, গণতান্ত্রিক চর্চার জন্য অবাধ গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। তাই সরকার আলহাজ্ব মোসাদ্দেক আলীকে মুক্তি দিয়ে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবেন বলে আশা করেন তাঁরা।