ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টা, যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক স্কুলশিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মো. কাউসার মিয়া (২৬) নামের এক বখাটেকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, দুপুরে উপজেলার সোনাতলা গ্রামের ব্র্যাকের একটি স্কুলে ওই শিক্ষিকা ক্লাস নিচ্ছিলেন। এ সময় একই গ্রামের বখাটে যুবক কাউসার শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষিকাকে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন। এতে শিক্ষিকা ও ক্লাসে থাকা শিশু শিক্ষার্থীদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে কাউসারকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটক কাউসারের বাড়ি উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে ওই শিক্ষিকাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন।
নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে এনটিভি অনলাইনকে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।