কলারোয়ায় পুড়ে গেছে দশটি দোকান
সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদরে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। গতকাল রোববার মধ্যরাতের এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন জানান, রাত সোয়া ১২টার দিকে বাসস্ট্যান্ডের পাশে সরকারি কলেজের উল্টো দিকের একটি সেলুনে প্রথমে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে।
এসআই আরো জানান, সাতক্ষীরার ফায়ার সার্ভিসে জানানো হলেও তাদের আসতে বেশ সময় লেগে যায়। এর মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং একটি স’ মিল, জাভিদ ট্রেডার্স, সাইকেল পার্টস, রড-সিমেন্টের দোকানসহ অন্তত ১০টি দোকান আগুনে পুড়ে যায়।
প্রথমে পুলিশ ও এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান এসআই।
তবে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ার কথা অস্বীকার করেন ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার আবদুস সাত্তার। তিনি জানান, সাতক্ষীরা জেলা শহর থেকে ১৫ কিলোমিটার দূরের কলারোয়া বাজারে আসতে যতটা সময় দরকার তার বেশি লাগেনি।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান আবদুস সাত্তার। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলে জানান তিনি।