হবিগঞ্জে জেলে হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় জেলে গৌরব দাস হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ রায় দেন।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আবদুল আহাদ ফারুক বিষয়টি জানিয়েছেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন আজমিরীগঞ্জ উপজেলার জিলুয়া গ্রামের গৌর মোহন দাস, দিলীপ দাস, সমীর দাস ও তপু দাস। বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন গনেন দাস, গৌরাঙ্গ দাস, রামু দাস, নীল মোহন দাস ও রামচরণ দাস।
মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ১০ নভেম্বর আজমিরীগঞ্জ উপজেলার জিলুয়া গ্রামে মাছ ধরাকে নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জেলে গৌরব দাস নিহত হন।
এ ঘটনায় নিহত গৌরবের ভাই গৌরাঙ্গ দাস বাদী হয়ে ৩৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ২০০২ সালের ২৪ এপ্রিল পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। মামলায় ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়।