সিংড়ায় গুলিতে যুবক নিহত
নাটোরের সিংড়ায় দুর্বৃত্তদের গুলিতে হামিদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে সিংড়া উপজেলার হাতিয়ানদহ এলাকায় দুজনকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গুলিবিদ্ধ অপরজনের হলেন রবিউল ইসলাম। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, পুলিশ এখনো রহস্য উদঘাটন করতে পারেনি। তবে পুরোনো বিরোধকে কেন্দ্র করে থেকে এ ঘটনা ঘটেছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবদুল হাই বলেন, গুলির ঘটনায় ঘটনাস্থলেই হামিদুল নিহত হন। আহত রবিউলকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।
র্যাব ৫-এর নাটোর ক্যাম্পের কমান্ডার আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল থেকে তারা গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করেছেন।