গাইবান্ধায় গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার

গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানিপাড়া থেকে ঝর্ণা বেগম (৪৫) নামের এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ঝর্ণা বেগম ডেভিড কোম্পানিপাড়ার টপি মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঝর্ণা বেগমের তিন সন্তান স্কুল ও কোচিংয়ে যায়। তাঁর স্বামী কাজের জন্য বাইরে অবস্থান করেন। বাড়িতে শুধু ঝর্ণা বেগম ও তাঁর বৃদ্ধা শাশুড়ি ছিলেন।
ওই সময় প্রতিবেশীরা ঘরের দরজা লাগানো দেখে ঝর্ণাকে ডাকাডাকি করেন। কিন্তু ঝর্ণার কোনো সাড়াশব্দ না পাওয়ায় তাঁর স্বামীকে খবর দেওয়া হয়। পরে তাঁর স্বামী টপি মিয়া গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঝর্ণা বেগমের গলাকাটা রক্তাক্ত লাশ দেখতে পান। এ সময় লাশের পাশে একটি ধারালো বঁটি ছিল।
টপি মিয়ার ভাষ্য, দীর্ঘদিন ধরে ঝর্ণা বেগম মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে তিনি নিজেই গলা কেটে আত্মহত্যা করতে পারেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মানসিক রোগে আক্রান্ত হওয়ার কারণে ঝর্ণা বেগম আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি আরো তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়েছে।