ডাকাতি-চেষ্টার অভিযোগে ৪ স্কুলছাত্র আটক
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ডাকাতি-চেষ্টার অভিযোগে চার স্কুলছাত্রকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার রাতে উপজেলা সদরের বেরং ব্রিজের কাছ থেকে তাদের আটক করা হয়।
আটক চার ছাত্রের বাড়ি তেঁতুলিয়ার শালবাহানহাট ইউনিয়নে। তারা উপজেলার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, ছয়জনের একটি দল মঙ্গলবার রাতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের বেরং ব্রিজের কাছে ডাকাতির চেষ্টা করছিল। এ সময় স্থানীয় লোকজন চারজনকে আটক করে। বাকি দুজন পালিয়ে যায়। পরে তেঁতুলিয়া থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
এ ঘটনায় বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে ডাকাতির চেষ্টার অভিযোগে তেঁতুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ উদ দৌল্লা বাদী হয়ে মামলাটি করেন। বুধবার বিকেলে মামলার আসামিদের আদালতে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা তেঁতুলিয়া থানার এসআই শওকত আকবর জানান, জ্যেষ্ঠ বিচারিক হাকিম তেঁতুলিয়া আমলি আদালত ৪-এর বিচারক মো. জাহাঙ্গীর আলম ওই চার শিক্ষার্থীকে যশোর কিশোর উন্নয়ন ও সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
তেঁতুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুস সাত্তার স্কুলছাত্রদের বিরুদ্ধে মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের আদালতে পাঠানো হয়েছে।