চবিতে ভর্তিযুদ্ধ শুরু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এ ভর্তিযুদ্ধ। ২৯ অক্টোবর শেষ হবে এই ভর্তি পরীক্ষা।
বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, ‘সি’ ইউনিটে ৭৫২ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ফরম উঠিয়েছেন ১৪ হাজার ৩১০ জন। ভর্তি পরীক্ষা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. কামরুল হুদা জানিয়েছেন, ভর্তি পরীক্ষা চলার সময়ে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেন ও ডেমু ট্রেনের সময়সূচির সাময়িক পরিবর্তন করা হয়েছে। যুক্ত করা হয়েছে অতিরিক্ত ট্রেন।