টেকনাফে প্রায় দেড় লাখ ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে নাফ নদের একটি ট্রলার থেকে এক লাখ ৪০ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্রলারটিও জব্দ করা হয়। আজ শনিবার সকালে টেকনাফ স্থলবন্দর ট্রানজিট পয়েন্টের পাশ থেকে এ সব ইয়াবা ও ট্রলার জব্দ করা হয়।
বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, আজ সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টহলরত বিজিবির সদস্যরা স্থলবন্দর সংলগ্ন নতুন ট্রানজিট ঘাটের পাশে অভিযান চালায়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ট্রলার ফেলে নাফ নদ হয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে বস্তাবর্তি পলিথিনের প্যাকেট মোড়ানো এক লাখ ৪০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
বিজিবি কর্মকর্তা আরো জানান, ইয়াবা মালিক ও পাচারকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে। টেকনাফ হয়ে সড়ক পথে চট্টগ্রাম ও ঢাকায় পাচার করার জন্য এসব ইয়াবা নিয়ে এসেছিল পাচারকারীরা।