কর্মজীবী কিশোরীকে গণধর্ষণের আলামত মিলেছে
রাজধানীর উত্তরায় কর্মজীবী কিশোরীকে গণধর্ষণের প্রাথমিক প্রমাণ মিলেছে। বিষয়টি আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
ঢামেক ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়কারী ডা. বিলকিস আক্তার বলেন, ‘গণধর্ষণের প্রাথমিক যে আলামত তার সঙ্গে ওর কথার সত্যতা আছে। আজ আমাদের ফরেনসিক পরীক্ষা হয়ে গেছে। আরো দু-একটা পরীক্ষার বাকি আছে, এগুলো হলে আমরা পুরোপুরি রিপোর্টটা দিয়ে দিতে পারব।’
urgentPhoto
গণধর্ষণের শিকার কিশোরীটির মানসিক বিপর্যস্ততার কারণে কাউন্সেলিং চলছে জানিয়ে ডা. বিলকিস আক্তার বলেন, ‘ওর লিগাল সাপোর্ট যেটা, সেটার বিষয় ও এ ছাড়া অন্য বিষয়ে যেগুলো আমাদের দরকার সেগুলোর বিষয়ে আমরা কাউন্সেলিং করছি।’
গণধর্ষণের অভিযোগে গতকাল রাত ১০টার দিকে উত্তরার দক্ষিণখান এলাকা থেকে আরিফ ও তার দুই সহযোগী শফিকুল ইসলাম সোহেল বাবু ও আসলাম হোসেনকে (২২) আটক করেছে পুলিশ ও র্যাব।
গত বৃহস্পতিবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে রাজধানীর উত্তরায় গণধর্ষণের শিকার হয় ১৭ বছর বয়সী ওই কর্মজীবী কিশোরী।