বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় আট জেলে গুলিবিদ্ধ
বরগুনার পাথরঘাটা থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় জলদস্যুদের হামলায় আট জেলে গুলিবিদ্ধ হয়েছেন।
আজ সোমবার সকালে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের চিফ পেটি অফিসার হাবিবুর রহমান ঘট্নার সত্যতা নিশ্চিত করে জানান, তাঁরা জেলেদের উদ্ধারে উদ্যোগ নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শী ও আহত জেলেরা মোবাইল ফোনে এনটিভি অনলাইনকে বলেন, রোববার দিবাগত রাত ২টার দিকে সোনারচর এলাকায় মাছ ধরা অবস্থায় এফবি মহসিন আউলিয়া ১, ৩ ও ৪ নামে তিনটি ট্রলারের জেলেদের ধাওয়া করে জলদস্যুরা। এ সময় জেলেরা ট্রলার নিয়ে দ্রুত পালাতে চেষ্টা করলে ট্রলারটি লক্ষ করে গুলি চালায় তারা। এতে গুলিবিদ্ধ হন নুরুল ইসলাম, কবীর হাওলাদার, মাসুদ, লিটন, খোকন, সাইদুল, লিটু ও ফোরকান মাঝি নামের আট জেলে।
সহযাত্রী জেলেরা জানান, নুরুল ইসলাম, কবীর হাওলাদার, মাসুদ ও লিটনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উদ্ধারে তিনটি ট্রলার ভোরে পাথরঘাটার উদ্দেশে রওনা হয়েছে। দুপুর ২টা নাগাদ তাঁরা পাথরঘাটায় পৌঁছাবে বলে জানিয়েছেন বরগুনা জেলা মৎস্য ট্রলার মালিক সমিতির সভাপতি চৌধুরী মো. গোলাম মোস্তফা।