চট্টগ্রাম নৌঘাঁটিতে বোমা হামলা, আসামি ঝিনাইদহে গ্রেপ্তার
চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটিতে করা বোমা হামলা মামলার চার্জশিটভুক্ত আসামি বাবলু রহমান ওরফে রনিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার সকাল ৮টার দিকে ঝিনাইদহ জেলা শহরের আরাপপুর বাসস্ট্যান্ড থেকে বাবলু রহমানকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের দাবি, বাবলু রহমান জেএমবির তামিম-সরোয়ার গ্রুপের সদস্য।
আজ বেলা ১১টার দিকে র্যাব ৬-এর ঝিনাইদহ কোম্পানি অধিনায়ক মেজর মনির আহমেদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ঝিনাইদহ জেলা শহরের আরাপপুর বাসস্টান্ডে অভিযান চালান। এ সময় পলাতক আসামি বাবলু রহমান ওরফে রনিকে গ্রেপ্তার করা হয়।
২০১৫ সালের ১৮ ডিসেম্বর চট্টগ্রামের ঈশা খাঁ নৌ-ঘাঁটির মসজিদে দুটি বোমা হামলা হয়। সে সময় ২৪ জন মুসল্লি আহত হন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয় এবং পাঁচজনের নামে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এর মধ্যে আগেই গ্রেপ্তার হয়েছেন তিনজন। পলাতন দুজনের মধ্যে আজ একজনকে গ্রেপ্তার করা হলো।