জনকল্যাণই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য : মুহিত
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জনকল্যাণই আওয়ামী লীগ সরকারের একমাত্র লক্ষ্য। আট বছরে দেশের অনেক কিছু বদলে গেছে। দারিদ্র্য কমে ২২ শতাংশে নেমে এসেছে। আগামী তিন বছর পর দেশে আর দারিদ্র্য থাকবে না। সে জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ রোববার মৌলভীবাজারের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের কনফারেন্স হলে ‘‘নকল ও জাল পণ্যের আমদানি প্রতিরোধ কৌশল’’ শীর্ষক পাঁচ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ড এবং ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশন এ আয়োজন করে।
মন্ত্রী আরো বলেন, সব সময় ১০ থেকে ১৪ শতাংশ দারিদ্র্য থাকবে। তাদের জন্য সরকার সহায়তা অব্যাহত রাখবে। তিনি আরো বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সক্রিয় না হলে বিশাল বাজেট বাস্তবায়ন সম্ভব নয়।
এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, জাপান কাস্টম বিভাগের আইটি স্পেশালিস্ট মাসাসি গোবারা এবং ওয়ার্ল্ড কাস্টমের জুনকু ইয়ামামাতু।
এ ছাড়া উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামসুন্নাহার সাহানা এমপি, মুনিম চৌধুরী বাবু এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং জনপ্রতিনিধিরা।
কর্মশালায় এনবিআরের ২৮ জন এবং বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, কপিরাইট অফিস এবং এফবিসিসিআই থেকে আটজন অংশ নেন।