কাগজপত্র থাকলে লাল গোলাপ, নইলে ব্যবস্থা
জেলাব্যাপী মোটরসাইকেল আরোহীদের নিবন্ধনে উদ্বুদ্ধ করতে এবার নিজেই মাঠে নামলেন নওগাঁর পুলিশ সুপার মো. মোজাম্মেল হক।
আজ রোববার সকাল ১০টায় নওগাঁ শহরের ব্যস্ততম মুক্তির মোড় এলাকায় পুলিশ সুপার আকস্মিকভাবে তল্লাশি চৌকি বসিয়ে মোটরসাইকেল আরোহীদের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। এ সময় যেসব মোটরসাইকেল আরোহীর কাছে নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেটসহ যাবতীয় কাগজপত্র পেয়েছেন তাঁদের একটি করে লাল গোলাপ উপহার দেন পুলিশ সুপার।
আকস্মিক এই অভিযানের সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. কফিল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কানাইলাল সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম, ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন।
ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, মুক্তির মোড়ে ঘণ্টাব্যাপী তল্লাশির সময় দুই শতাধিক মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এ সময় অধিকাংশ মোটরসাইকেলের যাবতীয় কাগজপত্র সঠিক থাকায় পুলিশ বিভাগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানানো হয়। আর যাদের কাগজপত্র ঠিক ছিল না তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
এ ছাড়া আজ শহরের থানার মোড়, মুক্তির মোড়, তাজের মোড়, বাইপাস সড়কসহ শহরের বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করা হয়।