জবাব দেওয়ার সময় পেলেন জনকণ্ঠের সম্পাদক
আদালত অবমাননার অভিযোগে জারি করা রুলের জবাব দিতে দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে আগামী রোববার পর্যন্ত সময় দিয়েছেন আপিল বিভাগ। আজ সোমবার সকালে এ দুজন সময়ের আবেদন করলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ তা মঞ্জুর করেন।
urgentPhoto
বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আদালতে আতিকউল্লাহ খান মাসুদ ও স্বদেশ রায়ের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট সালাহউদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ১৬ জুলাই জনকণ্ঠের সম্পাদকীয়তে বলা হয়, সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছে। পরে ২৯ জুলাই জনকণ্ঠের এ দুই সাংবাদিককে আদালত অবমাননার অভিযোগে কেন দণ্ড দেওয়া হবে না, এ মর্মে রুল জারি করেন আপিল বিভাগ।