জনকণ্ঠের সম্পাদক-নির্বাহী সম্পাদককে তলব
বিচারাধীন বিষয়ে লেখা প্রকাশ করায় দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে তলব করেছেন আপিল বিভাগ। আগামী ৩ আগস্ট আপিল বিভাগে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য তিনজনকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
একই সঙ্গে জনকণ্ঠের এ দুই সাংবাদিককে কেন দণ্ড দেওয়া হবে না, এ মর্মে রুল জারি করেছেন বিচারপতিরা। এ ছাড়া গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের জীবনবৃত্তান্ত অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তাঁর কার্যালয়ে বিষয়টি নিয়ে সাংবাদিকদের জানান।
গত ১৬ জুলাই জনকণ্ঠের সম্পাদকীয়তে বলা হয়, সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছে।