টুঙ্গিপাড়ায় ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে আবুল হোসেন শেখ (৫০) নামের এক ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার শ্রীরামকান্দি মধ্যপাড়া এলাকার একটি পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
আবুল হোসেনের বাড়ি উপজেলার শ্রীরামকান্দি মধ্যপাড়ায়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, গতকাল রোববার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন ভ্যানচালক আবুল হোসেন শেখ। এর পর থেকে আর বাড়ি ফেরেননি তিনি। সকালে পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।