নাটোরে নদে ভাসমান শ্রমিকের লাশ উদ্ধার
নাটোরের সদর উপজেলায় নারদ নদে ভাসমান অবস্থায় বাবলু শেখ নামের এক পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে উপজেলায় দত্তপাড়া সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
বাবলু শেখের বাড়ি সদর উপজেলার মোকরামপুর এলাকায়।
এ বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) রুবেল উদ্দিন বলেন, সকালে দত্তপাড়া সেতুর নিচে নারদ নদে বাবলুর লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। বিষয়টি তাঁরা পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
এসআই আরো জানান, লাশটি নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।