সিরাজগঞ্জে কমেছে তিন চাকার যান
নিষেধাজ্ঞা জারির তৃতীয় দিনে সিরাজগঞ্জের মহাসড়কগুলোতে সিএনজিচালিত অটোরিকশাসহ তিন চাকার যান চলাচল অনেকাংশে কমে গেছে।
তবে আজ সোমবার দুপুরে উল্লাপাড়া ও শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ করেছে উল্লাপাড়া সিএনজি শ্রমিক-মালিক ঐক্য পরিষদ। এ ছাড়া শহরের স্বাধীনতা স্কয়ারে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, মহাসড়কে তিন চাকার যানবাহন আর চলাচল করতে দেওয়া হচ্ছে না। তবে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে পার্শ্ব রাস্তা থাকায় সেখানে তিন চাকার যান চলাচলে কোনো বাধা নেই। গত শনিবার ও রোববার দুদিনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে। এ ছাড়া রায়গঞ্জের চান্দাইকোনায় গত শনিবার একটি অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন জানান, মহাসড়কের পরিস্থিতি দেখতে রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহম্মেদ রোববার সকালে সিরাজগঞ্জ এসেছিলেন। তিনি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে মহাসড়কের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়ক থেকে হাটিকুমরুল মোড় এই ব্যস্ততম ২২ কিলোমিটার সড়কে আজও পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারি রয়েছে এবং তা অব্যাহত থাকবে।
সিরাজগঞ্জ সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা ফেরদৌস হাসান বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞার পরও দেশে ইজিবাইক, ব্যাটারিচালিত ভ্যান নসিমন চলছে। কিন্তু বৈধ যান হওয়ার পরও আমাদের চলতে দেওয়া হচ্ছে না।’