কুষ্টিয়ায় পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু
কলেজের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সৃজন সৌরভ শুভ নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সোমবার সকাল ৮টার দিকে হোস্টেল থেকে বের হয়ে সৌরভ একাই সরকারি কলেজের পুকুরে গোসল করতে নামেন। পরে তাঁকে পাওয়া না গেলে বন্ধুরা ও এলাকার লোকজন পুকুরে খোঁজাখুঁজি শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পুকুর থেকে সৌরভের লাশ উদ্ধার করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, সাঁতার না জানায় পানিতে ডুবে যান সৌরভ। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ বদরুদ্দোজা জানান, সৌরভ মাগুরা জেলার শ্রীপুরের মশিউল আজমের ছেলে।