রাঙামাটিতে পাহাড়ের ঢালে বাস দুর্ঘটনা, নিহত ১
রাঙামাটিতে পাহাড়ের ঢালে ঘটা দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাসের একজন নিহত ও ৩২ জন আহত হয়েছে। রাঙামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মানিকছড়ি পাহাড়ের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে ‘দ্রুতযান সার্ভিস’-এর একটি যাত্রীবাহী বাস উল্টে যায়।
আজ বুধবার এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম তপনী বেগম (২৫)। তিনি কুমিল্লার বাসিন্দা।
আহতদের দ্রুত রাঙামাটি সদর হাসপাতালে নেওয়া। পরে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙামাটি বাস মালিক সমিতির সভাপতি মঈনুদ্দিন সেলিম জানিয়েছেন, বেলা সোয়া ১টায় রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া দ্রুতযান সার্ভিসের বাসটি মানিকছড়ি পাহাড়ের ঢাল বেয়ে নামার সময় একটি মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে এই দুর্ঘটনাটি ঘটে। গাড়ির চালক ও চালকের সহযোগী নিরাপদে আছেন বলেও জানিয়েছেন তিনি।
গাড়ির আহত যাত্রী লালু চাকমা জানিয়েছেন, দ্রুতবেগে নামার সময় বাসটি মানিকছড়ি ঢালের বাঁক ঘোরার সময় পাহাড়ে আঘাত খেয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান তপনী বেগম।
রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা যায় গাড়িটি দ্রুতবেগে নামার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে।
রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর বলেছেন, ‘আমাদের হাসপাতালে মোট ৩৩ জনকে আনা হয়েছে, এদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গেছেন। বেশ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন এবং ১৫ জন ভর্তি আছেন। দুজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।