শ্রমিক নেতা বরখাস্ত, বগুড়া পল্লী বিদ্যুতে লাইনম্যানদের কর্মবিরতি
বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ পল্লী বিদ্যুৎ শাখার কেন্দ্রীয় আহ্বায়ক মোত্তালেব হোসেনকে সাময়িক বরখাস্ত করায় বগুড়া জেলার পল্লী বিদ্যুৎ কার্যালয়ের লাইনম্যানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।
আজ বুধবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যানরা কাজে যোগদান না করে কার্যালয়ের গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এ সময় বক্তারা বলেন, মোত্তালেব হোসেনের বরখাস্ত প্রত্যাহার করা না হলে আগামীকাল থেকে দেশব্যাপী পল্লী বিদ্যুতের লাইনম্যানদের কর্মবিরতিসহ কঠোর আন্দোলন শুরু হবে।