রবিউল হত্যা : আদালতে মিরাজের স্বীকারোক্তি
বরগুনার তালতলী উপজেলার আমখোলা গ্রামে শিশু রবিউল আউয়াল (১০) হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মো. মিরাজ (২৫)। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আমতলী জ্যেষ্ঠ বিচারিক হাকিম বৈজয়ন্ত বিশ্বাসের আদালতে তিনি এ জবানবন্দি দেন।
এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার (এসপি) বিজয় বসাক জানান, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় মিরাজ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
গত মঙ্গলবার বিকেলে আমখোলা গ্রামের খালপাড়ে রবিউল আউয়ালের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার স্বজনদের খবর দেন। এ সময় রবিউল আউয়ালের বাবা দুলাল মৃধার উপস্থিতিতে লাশ উদ্ধার করে পুলিশ। পরের দিন বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
রবিউল আউয়াল স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন মিরাজকে গতকাল বুধবার তালতলী বাসস্ট্যান্ড থেকে আটক করে পুলিশ।