পতিসরে রবীন্দ্রস্মরণ
নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে কাচারী বাড়ি প্রাঙ্গণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৪তম মহাপ্রয়াণ দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে পতিসর রবীন্দ্রনাথ কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি ও রবীন্দ্র জার্নালের সম্পাদক সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের সভাপতিত্বে স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মময় জীবন নিয়ে সভায় আলোচনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আমিরুল মোমেনিন চৌধুরী। স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান, বগুড়া সরকারি আযিযুল হক কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিল্লাল হোসেন, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. এবাদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেমন্ত হেনরি কুবি, স্থানীয় রবীন্দ্র সংগ্রাহক এম মতিউর রহমান মামুন, রথীন্দ্রনাথ ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. আহসান হাবিব প্রমুখ।
বিকেলে আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।