নওগাঁ থেকে ছাড়ছে না দূরপাল্লার বাস
অভ্যন্তরীণ রুটে একটি বাস চলাচল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে নওগাঁ থেকে ঢাকা-চট্টগ্রামসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে। গত বুধবার থেকে আজ শুক্রবার পর্যন্ত নওগাঁ থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে শাহ ফতেহ আলী পরিবহনের নওগাঁর ম্যানেজার মতিউজ্জামান জানান, দীর্ঘদিন ধরে তাঁদের একটি বাস নওগাঁর সীমান্তবর্তী সাপাহার উপজেলা থেকে ঢাকায় চলাচল করত। পূর্ব কোনো ঘোষণা ছাড়াই গত মঙ্গলবার জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা ওই বাস সাপাহার যেতে বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে বগুড়া শ্রমিক ইউনিয়ন বগুড়া হয়ে ঢাকাগামী সব বাস চলাচলে বাধা দেয়। পরে বুধবার সকাল থেকে এ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এদিকে, ঢাকা-চট্টগ্রামসহ দূরের সব জেলার সঙ্গে বাস যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। প্রয়োজন মেটাতে বিকল্প পথ বা উপায় বেছে নিতে হচ্ছে তাঁদের। আজ সকালেও দেখা যায়, অনেক যাত্রী বাসের অপেক্ষায় কাউন্টারে গেছেন। কিন্তু বাস চলতে না দেখে হতাশ হতে হয়েছে তাঁদের।