বঙ্গবন্ধুর সমাধিতে সাংবাদিক ও আইনজীবীদের শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকার সাংবাদিক ও আইনজীবী নেতারা।
আজ শুক্রবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রেসক্লাব, বাসস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ), ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ (ডিইউজে) বিভিন্ন সংগঠনের নেতারা।
দুপুরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে সাংবাদিক নেতারা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ডিইউজের সভাপতি আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, জ্যেষ্ঠ সাংবাদিক খন্দকার মনিরুল হক, শাবান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে দুপুরে ব্যারিস্টার আমীর-উল ইসলামের নেতৃত্বে আইনজীবী নেতারা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসার, অ্যাডভোকেট ও সংসদ সদস্য সানজিদা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতি ও আইনজীবী সমন্বয় পরিষদের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।