নিখোঁজের চারদিন পর গৃহবধূর লাশ উদ্ধার
নিখোঁজের চারদিন পর গোপালগঞ্জে শিখা বালা (৩০) নামের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার রাউথপাড়া বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য ওই গৃহবধূর লাশ আজ শনিবার সকালে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার শিখা বালা নিখোঁজ হন। পরিবারের অভিযোগে পুলিশ গতকাল শিখার পলাতক স্বামী সাধন বালাকে (৪০) খুলনার কয়রা থেকে আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, শিখার পরিবারের অভিযোগে তাঁর স্বামী সাধনকে আটক করা হয়েছে। সাধন তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, পারিবারিক কলহের জের ধরে গত মঙ্গলবার রাতে শিখাকে হত্যা করে রাউথপাড়া বিলে কমলাক্ষীর পুকুরে কচুরিপানার নিচে লুকিয়ে রাখেন তিনি। এ তথ্যের ভিত্তিতে পুলিশ গতকাল রাতে সেখান থেকে শিখার অর্ধগলিত লাশ উদ্ধার করে।