অবৈধ সরকারের আহ্বান প্রত্যাশা করে না বিএনপি : মিনু
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বর্তমান সরকারকে অবৈধ আখ্যা দিয়ে বলেছেন, আগামী নির্বাচনী ব্যবস্থা নিয়ে তাদের কোনো আহ্বান বিএনপি প্রত্যাশা করে না। দেশের জনগণই ঠিক করবে, আগামী নির্বাচন কীভাবে হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন মিনু। তিনি বলেন, এবারের আন্দোলন দির্ঘায়িত হবে না। আন্দোলন শুরু হলে তার ফল বিএনপি দ্রুত সময়ে ঘরে আনবে।
আজ সন্ধ্যায় রাজশাহী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মিজানুর রহমান মিনু বলেন, বিএনপি সব সময় নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত। তবে সেই নির্বাচন সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে।
মিনু আরো বলেন, বিগত ১১ বছরে বিভাগ ভেদে উন্নয়নের কথা চিন্তা করলে দেখা যাবে রাজশাহী বিভাগ বঞ্চিত। বঞ্চিত হয়েছে রংপুরসহ আরো কয়েকটি বিভাগ। ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের সঙ্গে তুলনা করলে এর পরিষ্কার চিত্র পাওয়া যাবে। উন্নয়ন বাজেটের ৭০ ভাগই এসব অঞ্চলে চলে গেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিনু বলেন, ‘রাস্তায় হেঁটে যান, সামনে যে ১০০ জন মানুষ পাবেন, তাঁদের সঙ্গে কথা বলুন। তাঁরা সরকারের বিরুদ্ধে কেমন বিক্ষুব্ধ হয়ে আছেন, জানতে পারবেন। অর্থনেতিকভাবে আমরা ভালো অবস্থায় নেই। দেশের ব্যাংক সেক্টরগুলোকে ধ্বংস করা হয়েছে।’
বিএনপি নেতা বলেন, ‘এখন যত্রতত্র প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটছে। অভিভাবকরাও হন্যে হয়ে টাকা দিয়ে প্রশ্ন কেনার আশায় ছুটে বেড়াচ্ছেন। বেশির ভাগ সময় শিক্ষা নিয়ে এক্সপেরিমেন্ট চলছে। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় দেদার টাকা দিয়ে শিক্ষক নিয়োগ চলছে। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ছাত্ররা মাদকাসক্ত হয়ে যাচ্ছে।’
মতবিনিময় সভায় রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহসভাপতি আবু সালেহ মো. ফাত্তাহ ও শ ম সাজু, যুগ্ম সম্পাদক আসলাম-উদ-দৌলা, সিনিয়র সাংবাদিক এটিএন বাংলার সুজাউদ্দিন ছোটন, দৈনিক সোনালী সংবাদের সিনিয়র রিপোর্টার তৈয়েবুর রহমান, সংবাদের সুব্রত দাস, এসএ টিভির জিয়াউল গণি সেলিম, বাংলাভিশনের পরিতোষ চৌধুরী আদিত্য, ইনডিপেনডেন্ট টেলিভিশনের মাইনুল হাসান জনি, এটিএন নিউজের বুলবুল হাবিব, ঢাকা টাইমসের রিমন রহমান, এনটিভির স্টাফ ক্যামেরাম্যান শরিফুজ্জামান রয়েল, এসএ টিভির স্টাফ ক্যামেরাম্যান আবু সাঈদ, বাংলাভিশনের স্টাফ ক্যামেরাম্যান জসিম উদ্দিন, মাছরাঙা টেলিভিশনের স্টাফ ক্যামেরাম্যান মাহফুজুর রহমান রুবেল, ভোরের ডাক পত্রিকার জামাল উদ্দিন, উপচার পত্রিকার নূরে-ইসলাম মিলন, সাংবাদিক কামাল মালিক উপস্থিত ছিলেন।