হবিগঞ্জে জেএমবির ৫ সদস্য আটক
হবিগঞ্জ সদর উপজেলায় গোপন বৈঠক থেকে জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল রোববার রাতে উপজেলার নারায়ণপুর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। আজ সোমবার দুপুরে আটক ব্যক্তিদের হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন, সদর উপজেলা জামায়াতের সাবেক আমির আবদুল কুদ্দুছ (৫০), নারায়ণপুর গ্রামের আবুল কালাম (৫০),আল মদিনা ক্লথ স্টোরের মালিক আনন্দপুর গ্রামের আবদুর নূর (৪৫), আনন্দপুর গ্রামের নজরুল ইসলাম (৪৫), রায়ধর গ্রামের রুহুল আমীন (২৮)।
র্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের ভাষ্য, বিজয় দিবসে নাশকতা সৃষ্টির জন্য জেএমবি সদস্যরা নারায়ণপুর গ্রামে একটি বাড়িতে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।
হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) বিধান ত্রিপুরা জানান, আটক জেএমবি সদস্যদের কাছ থেকে লিফলেট ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। তাঁদের থানায় সোপর্দ করা হয়েছে।