লক্ষ্মীপুরে লেগুনার চাপায় কৃষকের মৃত্যু
লক্ষ্মীপুর সদর উপজেলার মিয়ারবেড়ি এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে আজ রোববার সকালে লেগুনার চাপায় মো. আবুল কালাম (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত আবুল কালাম সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।
ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল হাসান রনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে কৃষক কালাম রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি লেগুনা তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, লাশ হাসপাতালের মর্গে রয়েছে। পালিয়ে যাওয়ায় লেগুনাটিকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।