গাজীপুরে গাড়িচাপায় নারী শ্রমিক নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/10/photo-1439185213.jpg)
গাজীপুরের শ্রীপুরের রঙ্গীলা বাজার এলাকায় পিকআপ ভ্যানের চাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম রানু আক্তার (৩০)। তিনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দিল বাগমারা গ্রামের আলাল উদ্দিনের মেয়ে। রানু প্যারাডাইস স্পিনিং মিল কারখানার অপারেটর ছিলেন।
নিহত রানুর সহকর্মীদের দাবি, হাইওয়ে পুলিশের পিকআপভ্যানের চাপায় রানু নিহত হয়েছেন। তবে পুলিশের দাবি, দুর্ঘটনা ঘটলেও তাতে হাইওয়ে পুলিশের কোনো গাড়ি জড়িত নয়।
এদিকে, শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় জনতা এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।
নিহত রানুর সহকর্মী শাহনাজ ও রিপা আক্তার জানান, নাইট ডিউটি শেষে সকাল ৬টায় কারখানা ছুটি হয়। পরে অন্য শ্রমিকদের সঙ্গে রানু মহাসড়ক পার হওয়ার সময় মাওনা হাইওয়ে থানা পুলিশের দ্রুতগামী একটি পিকআপভ্যান তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই রানু মারা যান। বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় জনতা সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের উভয় পাশে এক কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শ্রমিক ও এলাকাবাসীর সমঝোতায় বিক্ষুব্ধরা অবরোধ উঠিয়ে নেন।
নিহত রানু শ্রীপুরের মুলাইদ গ্রামের পারুলের বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর লাশ ভাড়া বাড়িতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে গাজীপুর হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, একটি দুর্ঘটনা ঘটেছে। কিছু সময় সড়কে প্রতিবন্ধকতা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে দুর্ঘটনাটি হাইওয়ে পুলিশের কোনো গাড়ির মাধ্যমে ঘটেনি।