আশুগঞ্জে ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিপণ দাবি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা থেকে কামাল হোসেন নামের এক বালু ব্যবসায়ীকে অপহরণ করেছে একদল দুর্বৃত্ত। দুর্বৃত্তরা অপহৃতের স্ত্রীর কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
পুলিশ ও অপহৃত কামাল হোসেনের স্ত্রী অঞ্জনা বেগম জানান, কামাল গতকাল রোববার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর গ্রাম থেকে নৌকায় করে বাড়ির বিদ্যুৎবিল ব্যাংকে জমা দিতে আশুগঞ্জ আসেন। আশুগঞ্জ পৌঁছার পর কামাল হোসেনের সঙ্গে অঞ্জনা বেগমের আর যোগাযোগ হয়নি। এতে অঞ্জনা বেগম চিন্তিত হয়ে পড়েন। রোববার সন্ধ্যায় কামাল হোসেনের মুঠোফোন থেকে দুর্বৃত্তরা অঞ্জনা বেগমের মুঠোফোনে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তপণ দাবি করে।
পরে কামাল হোসেনের ভাই জামাল হোসেন বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলা করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জানান, অপহৃত কামালকে উদ্ধার ও অপহরণের সঙ্গে জড়িতদের উদ্ধারে কাজ করে যাচ্ছে পুলিশ।