নারী ও শিশু নির্যাতন বাড়ায় সাতক্ষীরায় উদ্বেগ
সমাজ থেকে এসিড সন্ত্রাস অনেক কমলেও নারী ও শিশু নির্যাতনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশজুড়ে এ ধরনের ঘটনা এখন মহামারী আকার ধারণ করেছে। একই সঙ্গে যৌতুক না পেয়ে নারীর ওপর সহিংসতা, চাকরির নামে বিদেশে নারী পাচার এবং শিশুদের ওপর নেমে এসেছে অবর্ণনীয় নির্যাতন। এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নির্যাতিতদের আইনগত সহায়তা দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছে সাতক্ষীরা সুশীল সমাজ।
আজ সোমবার সকালে সাতক্ষীরা অফিসার্স ক্লাবে আইন ও সালিশ কেন্দ্র ( আসক ) এবং বেসরকারি সংস্থা স্বদেশ আয়োজিত এক মতবিনিময় সভায় এই তথ্য প্রকাশ করে বক্তারা বলেন, সরকার নির্যাতিতদের বিনা খরচে আইন সহায়তা দেওয়ার সুযোগ দিয়েছে। পাশাপাশি আসক ও স্বদেশও আইন সহায়তা দিতে বহু ঘটনার মুখোমুখি হয়েছে।
নারীপাচার রোধ, বাল্যবিবাহ রোধ, এসিড সন্ত্রাস প্রতিরোধ , যৌতুক দাবিতে নারী নির্যাতন প্রতিরোধ, শ্রম বিনিয়োগকারী শিশুদের ওপর নির্যাতনসহ নানা বিষয় তুলে ধরে বক্তারা বলেছেন, একটি আলোকিত সমাজ গঠন করতে হলে এই আইন সহায়তার কথা দরিদ্র মানুষের ঘরে পৌঁছে দিতে হবে। এ জন্য জনসচেতনতাও গড়ে তুলতে হবে।
আসক কর্মকর্তা মো. শাহীনুজ্জামানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মুনছুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, অ্যাডভোকেট নাজমুন নাহার ঝুমুর, সামাজিক নেতা শেখ আজহার হোসেন, স্বদেশ পরিচালক মাধব দত্ত, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, এনজিও প্রতিনিধি দুলাল সরকার, মো. নাসিরুদ্দিন, নির্যাতিত মেয়ের বাবা ফজর আলী, রোজিনা পারভিন ও স্থানীয় সংবাদকর্মীরা।
বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করে সাতক্ষীরায় একটি মডেল ইউনিয়ন গঠন করার আহ্বান জানান।