মহাসড়কে অটোরিকশা চালুর দাবিতে আশুগঞ্জে বিক্ষোভ
মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ তিন চাকার যানবাহন চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ‘থ্রিহুইলার, সিএনজি ও অটোরিকশামালিক সমিতি।’ আজ মঙ্গলবার এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
ঢাকা-সিলেট মহাসড়কে আশুগঞ্জে সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন অটোরিকশা মালিক ও শ্রমিকদের বিক্ষোভ মিছিলটি আশুগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় নাটাল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
থ্রি হুইলার, সিএনজি ও অটোরিকশা মালিক সমিতির আশুগঞ্জ উপজেলার সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা থ্রি হুইলার, সিএনজি ও অটোরিকশা শ্রমিক সমিতির সভাপতি এম এ মালেক চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি আলাহ উদ্দিন আলাল, সাধারণ সম্পাদক মো. জিল্লু মিয়া, আশুগঞ্জ সিএনজিচালিত অটোরিকশার মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন খন্দকার, আশুগঞ্জ সিএনজি-অটোরিকশা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক রাজিব পারভেজ, সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহ সরকার, যুগ্ম সম্পাদক ইদন মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।
বক্তারা জানান, আগামী ১৫ আগস্টের পর মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন তিন চাকার যান চলাচল করতে না দিলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করাসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।