পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।
গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) দিনগত রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী।
নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, ‘রাত ৯টা থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে রাত ১২টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এ জন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।’
মাঝ নদীতে বাইগার ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের দুটি ফেরি আটকে আছে। এ ছাড়া পাটুরিয়া ঘাটে পাঁচটি এবং দৌলতদিয়া ঘাটে পাঁচটি ফেরি নোঙর করে আছে।
ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় আসা বেশ কিছু যানবাহন আটকে আছে। এর মধ্যে বেশিরভাগই পণ্যবাহী পরিবহণ। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হবে।