নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলার ২ ইউপিতে ভোট গ্রহণ চলছে
হবিগঞ্জে নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ও ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতিতে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকে প্রতিটি ভোটকেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। বেশ উৎসাহ-উদ্দীপনার সঙ্গেই ভোটাররা ভোটকেন্দ্রে আসছেন।
দুটি ইউনিয়নের ১৮টি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। নির্বাচনে দুটি ইউনিয়নের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
দুটি ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীসহ সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে ৯৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ দুই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৫৭৬ জন। এর মধ্যে নূরপুর ইউনিয়নে নয় হাজার ৮৪৭ ও ব্রাহ্মণডোরা ইউনিয়নে আট হাজার ৬৯৬ জন ভোটার রয়েছেন।
হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং অফিসার তপন জ্যোতি অসীম জানান, নির্বাচনে নূরপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী পাঁচজন, নারী মেম্বার প্রার্থী আটজন ও সাধারণ মেম্বার প্রার্থী ২৮ জন। ব্রাহ্মণডোরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আটজন, নারী মেম্বার প্রার্থী ১৩ জন ও সাধারণ মেম্বার প্রার্থী ৩৬ জন।
এ ছাড়া নিজামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে মেম্বার পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নূরপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন—বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল (ধানের শীষ), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মুখলিছ মিয়া (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. আ. কাইয়ুম ফারুক (আনারস), মো. ফজলুল করিম (চশমা) ও সৈয়দ ফুরকান আলী (ঘোড়া)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা নয় হাজার ৮৪৭।
ব্রাহ্মণডোরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন—আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হুসাইন মো. আদিল জজ মিয়া (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু তাহের (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর মিয়া চৌধুরী (চশমা), মো. তাজুল ইসলাম (ঘোড়া), মো. হুমায়ুন কবীর (আনারস), মো. টিপু সুলতান (মোটরসাইকেল), আলহাজ গোলাম রব্বানী (অটোরিকশা) ও জামাল উদ্দিন (টেবিল ফ্যান)।
এ ছাড়া হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে মেম্বার পদে ভোট গ্রহণ চলছে। প্রার্থীরা হলেন—তারা মিয়া (ফুটবল), মো. আবদুল আওয়াল (মোরগ) ও মো. আবদুল জব্বার (তালা)। এই ওয়ার্ডে ভোটার সংখ্যা দুই হাজার ৩৩ জন। এই ওয়ার্ডের সদস্য মোসলেহ উদ্দিন সপরিবারে আমেরিকা চলে যাওয়ায় পদটি শূন্য হয়।