লক্ষ্মীপুর ১০০ শয্যা হাসপাতালে বার্ন ইউনিটের কার্যক্রম শুরু
লক্ষ্মীপুরে ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে তিনটি বেড নিয়ে বার্ন ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়া এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আনোয়ার হোসেন, ডা. আবুল খায়ের ভূঁইয়া প্রমুখ।
বিএনপি-জামায়াতে ইসলামীর ডাকা হরতাল-অবরোধে সম্প্রতি পেট্রলবোমা হামলার ঘটনায় লক্ষ্মীপুরে বাসচালক সুমন হোসেন, সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মো. লিটন ও পিকআপ ভ্যানচালক কামাল হোসেন নিহত এবং বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে কয়েকজন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।